উত্তরায় টহল গাড়িতে ককটেল নিক্ষেপে তিন পুলিশ আহত

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট ও অর্থপাচার: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, নাশকতাকারীরা পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের তিনজন সদস্য কিছুটা আহত হয়েছেন।

তিনি জানান, ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিএনপি নেতাদের নির্দেশেই এই ককটেল নিক্ষেপ করেন তিনি।

আরও পড়ুন: সরকারকে এক মাস সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা

উল্লেখ্য সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের শরিকরাও এই অবরোধ পালন করবে। পাশাপাশি জমায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এর আগে গত সপ্তাহের শেষ তিনদিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি ও এর শরিকরা।