বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে ৭ বহুজাতিক কোম্পানি দরপত্র কিনেছে

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ০৮ মে ২০২৪ | আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে অংশ নিতে আগ্রহী বিশ্বের সাতটি বহুজাতিক প্রতিষ্ঠান দরপত্র ও মাল্টি ক্লায়েন্ট সার্ভের তথ্য-উপাত্ত (ডাটা) কিনেছে।

গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর আজ বুধবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত এক সেমিনার শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদের আহ্বান

নসরুল হামিদ বলেন, বাংলাদেশের সমুদ্রে কাজ করার বিশ্বের বিভিন্ন বহুজাতিক কম্পানির মধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, করছেন। আজকের সেমিনারেও ১৫ টির বেশি আন্তর্জাতিক কম্পানী অংশ নিয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, চলতি বছরে আহ্বান করা দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কম্পানীর স্বার্থও দেখা হয়েছে। ফলে আমরা এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী। প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য। এখন অনেক সুবিধা বেড়েছে।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা