প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩ দফা দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের অবস্থান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনটি দুপুর সাড়ে ১২টার দিকে পদযাত্রা শুরু করে। এরপর দুপুর ১টার দিকে যমুনার সামনে অবস্থান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে- তোমরা কারা, আমরা কারা!, এসব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এসব বলার সুযোগ দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এ সময় সব রাজনৈতিক দলের প্রতি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কথা বলার আহ্বান জানান তারা।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের 'গোপন বৈঠকে' অংশ: মেজর সাদিকুলের স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

 ৩ দফা দাবি হলো-

১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা।

আরও পড়ুন: ড. ইউনূসের ঘোষণাপত্র দেওয়ার বৈধতা নেই: ফরহাদ মজহার

২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেপ্তার করা।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাকে জীবনের নিরাপত্তা দেওয়া।