ধানের শীষের বিজয় হলেই নারী ক্ষমতায়ন আরও বাড়বে: ইয়াসের খান
ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার ধানের শীষের সংসদ সদস্য মনোনিত প্রার্থী নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, ধানের শীষের বিজয় হলেই নারীর ক্ষমতায়ন আরও বাড়বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফার মধ্যেই নারীর ক্ষমতায়ন রয়েছে। তারেক রহমান নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী উঠাতেই বিশ্বাসী। তিনি গত কয়েকদিন যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের মহিলাদের সংগঠিত করে উঠান বৈঠকে এ কথা বলেন। এছাড়াও তিনি উক্ত উঠান বৈঠকে উপস্থিত সকল মা বোনদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান এবং প্রতিজন মা বোন সহ সাধারণ জনগণকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারনা চালানো আহবান জানান।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্টপোষক ছিলেন। এছাড়াও তার সবধর্মীনি ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম বারের মত মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করে ছিলেন। আর বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করেছেন। দেশের অর্থনীতির চাকা কখনোও নারীদের অংশ গ্রহন ছাড়া সম্পূর্ন রূপে সম্ভব থাকতে পারে না। তাই বিএনপি ও তারেক রহমান নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী হিসাবে গড়ে উঠাতেই বিশ্বাসী।
আরও পড়ুন: লাইফ সাপোর্টে উচ্চ ঝুঁকিতে হাদি
ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে। এই কার্ডের মাধ্যমে নায্যমূল্যে চাল, ডাল, তৈল, লবন সহ বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে পারবে সাধারণ জনগণ। অপরদিকে ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী উল্লেখিত সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃণমূল পর্যায়ে গণসংযোগকালে জনগণের কাছে প্রতিশ্রুতি দেন যে, ধানের শীষকে জয়যুক্ত করা হলে এলাকায় উন্নয়নমূলক কাজ করার সম্ভব হবে এবং জনগণের পাশে থেকে আমি আপনাদের সেবায় কাজ করে যাব। এছাড়াও প্রতিটি এলাকায় আপনাদের পাশে থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূলে সর্বশক্তি নিয়োগ করব এজন্য সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন।





