মানুষের কাছে আর ধর্মের বড়ি বিক্রি করা যাবে না: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ এখন সচেতন; তাদের কাছে আর ‘ধর্মের বড়ি’ বিক্রি করা যাবে না। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
তার দাবি, একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয় স্বার্থে ব্যবহার করা সমীচীন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: খালেদা জিয়াকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ রাখা হয়েছে
সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুললে চলবে না। তিনি দাবি করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আবেগ নয়, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চায়। ২০২৪ সালের ‘অভ্যুত্থান’ শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, বরং সাড়ে ১৫ বছরের সমষ্টিগত প্রয়াসের ফল বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী তফসিল ঘোষণায় কেউ কেউ মনঃক্ষুণ্ন হলেও শেষ পর্যন্ত সবাই স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আরও পড়ুন: ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ
বিএনপির ৩১ দফাকে তিনি জাতির ‘মুক্তির সনদের নির্যাস’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই দফাগুলো এখন দেশের ‘মহাকাব্যে’ রূপ নিয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেকে অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে গেছে। আওয়ামী লীগের ভোটের আশায় কিছু রাজনৈতিক দল তাদের বিতর্কিত ইতিহাস নিয়ে নীরব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সতর্ক করে তিনি বলেন, রক্তাক্ত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে ‘হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা’র মতো ঘটনা জাতিকে ভুলে গেলে চলবে না। শ্বেতপত্রে উল্লেখিত ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রমাণ করে যে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং ‘কবর রচনা’ করেছে বলে দাবি করেন সালাহউদ্দিন।
তিনি আরও বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের ভূমিকার কথাও স্মরণ করাতে হবে। দেশের মানুষ এখন সচেতন—তাদের কাছে ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভোট নেওয়া আর সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।





