তফসিল ঘোষণা যথেষ্ট নয়, নিরপেক্ষতার বড় পরীক্ষা বাকি: গোলাম পরওয়ার
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেও কেবল তফসিল ঘোষণায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খুলনা–৫ আসনের জিরোপয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, কিন্তু সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ভোটকেন্দ্রের নিরাপত্তা—এসবই কমিশনের বড় দায়িত্ব।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরানোর আহ্বান জামায়াত আমিরের
তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ে এখনো সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়নি। তাই তফসিল ঘোষণা নিরপেক্ষ নির্বাচনের প্রমাণ হতে পারে না। পরওয়ার বলেন, ডিসি, এসপি, ইউএনও ও পোলিং কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি নিরপেক্ষ থাকেন, তবেই ভোটার নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।
জামায়াতের এ নেতা আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোট গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা, পোলিং এজেন্টদের দায়িত্ব পালন এবং ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। প্রতীকভিত্তিক দুটি ভোট দেওয়ার নিয়ম থাকায় এবারের জাতীয় নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: নির্বাচনের তফসিল বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায়: মির্জা ফখরুল
দুদক চেয়ারম্যানের দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে নতুন বাংলাদেশ গড়তে নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
এর আগে ডুমুরিয়ার কুলবাড়িয়া এলাকার একটি ইটভাটায় মালিক–শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি অভিযোগ করেন, দেশে আইন–শাসনব্যবস্থার বৈষম্য বেড়ে সাধারণ মানুষের জীবন–জীবিকা চাপে পড়েছে। কুরআনের নীতির আলোকে রাষ্ট্র পরিচালনা হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলেও দাবি করেন তিনি।
সকাল থেকে মঠবাড়ীয়া, কাঁঠালতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মিয়া গোলাম পরওয়ার এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। স্থানীয়দের কেউ কেউ তার প্রতি সমর্থন জানিয়েছে বলেও তিনি দাবি করেন।





