ক্রীড়া উপদেষ্টা হওয়ায় আসিফ নজরুলকে অভিনন্দন জানাল বিসিবি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩০ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ড. আসিফ নজরুলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলাধুলার প্রতি তার দীর্ঘ দিনের আগ্রহ ও সম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করছে বোর্ড।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ড. আসিফ নজরুলের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী তারা। তিনি বলেন, আমরা তার সাফল্য কামনা করি। জনসাধারণের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং খেলাধুলার প্রতি তার উৎসাহ আমাদের আত্মবিশ্বাসী করে। এই খাতকে শক্তিশালী করতে তিনি গঠনমূলক ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ ক্রিকেট নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা বড় অর্জনের পথে কাজ করছি, আর এ যাত্রায় তিনি আমাদের পাশে থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।