ফেসবুকে বড় পরিবর্তন
ফেসবুক আবার তার মূল পরিচয়ে ফিরে যেতে শুরু করেছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ারিং এবং মার্কেটপ্লেস—এই তিনটি ক্ষেত্রকে নতুন করে অগ্রাধিকার দিচ্ছে মেটা। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘদিন ‘মেটাভার্স’ প্রকল্পে মনোযোগ দেওয়ার পর এবার ফেসবুককে পুনরায় ব্যবহারকারী-কেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে সাজানো হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ব্যবহারকারীর প্রবৃদ্ধি থমকে গেলেও ফেসবুক এখনও বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত অ্যাপ। তবে তরুণ, বিশেষ করে জেন–জেড ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকায় তাদের ধরে রাখতে নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।
এবারের বড় পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো মার্কেটপ্লেসকে সরাসরি অ্যাপের নিচের নেভিগেশন বারে আনা। এতদিন এটি ‘More’ মেনুর ভেতরে লুকানো ছিল, যদিও যুক্তরাষ্ট্রে জেন–জেড ব্যবহারকারীদের অর্ধেকের বেশি মার্কেটপ্লেস ব্যবহার করে আসছে। নতুন নেভিগেশন বারে মার্কেটপ্লেসের পাশাপাশি থাকবে রিলস এবং ফ্রেন্ডস–সংক্রান্ত অপশন। ইনস্টাগ্রামে রিলস ও মেসেজিং সবচেয়ে জনপ্রিয় হওয়ায় ফেসবুকও এবার বন্ধু-কেন্দ্রিক অভিজ্ঞতা আরও শক্তিশালী করতে যাচ্ছে।
আরও পড়ুন: ডিসেম্বরের আগে সচল মোবাইল বন্ধ হবে না
ছবি দেখার অভিজ্ঞতাতেও আসছে বড় পরিবর্তন। ছবিতে ইনস্টাগ্রামের মতো ডাবল-ট্যাপ করে লাইক দেওয়ার সুযোগ যুক্ত হচ্ছে। সব ছবি একরকম গ্রিডে সাজানো থাকবে এবং ক্লিক করলে ফুল-স্ক্রিন ভিউতে দেখা যাবে। সার্চেও যুক্ত হচ্ছে নতুন ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন ও ফুল-স্ক্রিন ভিউয়ার, যাতে সার্চ রেজাল্ট হারিয়ে না গিয়ে আরও গভীরভাবে কনটেন্ট দেখা যায়।
স্টোরি ও সাধারণ পোস্ট তৈরি এখন আরও সহজ হবে। মিউজিক যোগ করা, বন্ধু ট্যাগ করা, অডিয়েন্স সিলেকশন, ক্রস–পোস্টিং—এসব টুল আরও সামনে আনা হচ্ছে। কমেন্ট সেকশনও নতুনভাবে সাজানো হচ্ছে; রিপ্লাই আরও সহজ হবে, ব্যাজ বেশি দৃশ্যমান হবে, পিনিং টুল যুক্ত হবে এবং গ্রুপ অ্যাডমিন ও ক্রিয়েটরদের জন্য শক্তিশালী মডারেশন টুল পাওয়া যাবে। বিরক্তিকর মন্তব্য অ্যানোনিমাসভাবে রিপোর্ট করার সুবিধাও আসছে।
আরও পড়ুন: ফেসবুকে এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন
ব্যবহারকারীর ফিডকে আরও ব্যক্তিগতকরণ করতে নতুন বিকল্প যোগ করা হয়েছে। কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারী এখন কারণ জানাতে পারবেন, যা ভবিষ্যতে ফিডে তার পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখাতে সাহায্য করবে। পাশাপাশি প্রোফাইলেও যোগ করা যাবে আগ্রহ, শখ, ভ্রমণ পরিকল্পনা ও পছন্দের তথ্য, যাতে মিল পাওয়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়ানো যায়। উল্লেখযোগ্য পরিবর্তন হলো—এই আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় না হয়ে ব্যবহারকারী চাইলে বন্ধ রাখতে পারবেন, যা তাদের বিরক্তি কমাবে।
সব মিলিয়ে, ফেসবুক নিজের অভিজ্ঞতাকে আবারও নতুনভাবে সাজাচ্ছে। নেভিগেশন, সার্চ ও কমেন্ট–সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন শুধু মোবাইল অ্যাপে পাওয়া যাবে। পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সারা বিশ্বে চালু হবে।





