চীনা ঋণে সুদের হার হ্রাসের আশ্বাস দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আজ অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় প্রেসিডেন্ট শি বাংলাদেশের উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির আশ্বাস দেন, যার মধ্যে অন্যতম চীনা ঋণের সুদের হার হ্রাসের বিষয়টি।
শুক্রবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার সাথে সফরে থাকা প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন তথ্য জানান।
আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট ও অর্থপাচার: অর্থ উপদেষ্টা
তিনি আরো জানান, বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর স্থানান্তর প্রসঙ্গে বিশেষ গুরুত্ব আরোপ করেন। চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও জলসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
অধ্যাপক ইউনূসের জন্য এটি ছিল প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর, যা অত্যন্ত সফল হয়েছে বলে উভয় পক্ষই মন্তব্য করেছে।
আরও পড়ুন: সরকারকে এক মাস সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা
প্রেসিডেন্ট শি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের সমর্থন পুনরায় নিশ্চিত করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকের সময় প্রেসিডেন্ট শি তার আগের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তিনি ফুজিয়ান প্রদেশের গভর্নর থাকাকালীন ক্ষুদ্রঋণ নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আরো জানান, বাংলাদেশী আম ও কাঁঠালের স্বাদ তার বেশ পছন্দ হয়েছে। আগামীতে এই দু’টি ফল চীনে ব্যাপকভাবে রফতানির সম্ভাবনা রয়েছে।
এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।