হাসিনাকে ফেরত আনার বিষয়ে চূড়ান্ত আলাপ হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

ব্যাংককে মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, (শেখ হাসিনার) বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি।
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হলেও চূড়ান্ত কিছু হয়নি। আমরা তাদের (ভারতের) কাছে চেয়েছি যে (হাসিনাকে) ফেরত দেওয়া হোক তাকে বিচারের সম্মুখীন করার জন্য।
বৈঠকে ভারতের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পালন শেষ করে খুব শিগগিরই নির্বাচন দেওয়াই আমাদের অঙ্গীকার। তবে টেবিল টকে আলোচনায় তারা জানতেই পারেন। এটা স্বাভাবিক।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ভারত বা চীন—যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত।