উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের পদত্যাগ

এলজিআরডি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন পদত্যাগ করেছেন।
গত ২৫ মার্চ মোয়াজ্জেম হোসেন ব্যক্তিগত কারণে উপদেষ্টার কাছে পদত্যাগ পত্র পেশ করেন। উপদেষ্টা বেশ কিছুদিন এটি পেন্ডিং রেখে ৮ এপ্রিল গ্রহণ করেন। যেহেতু নিয়োগ টি ছিল উপদেষ্টার ব্যক্তিগত অভিপ্রায় অনুযায়ী তাই পদত্যাগ পত্র গৃহীত হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার ১ চিঠিতে অব্যাহতি প্রদান করে।
আরও পড়ুন: চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে
২০২৪ সালের ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন।
নিয়োগের বিজ্ঞাপনে বলা হয়েছিল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
আরও পড়ুন: পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
অন্য একটি সূত্র জানায়, মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাহসিকতার সাথে গুরুতর ভূমিকা পালন করেন। জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতি অংশ নেয়ার সম্ভাবনা আছে বলে জানায়।