ফাঁসির দণ্ড থেকে খালাস
বিএনপি নেতা হানিফ ১৫ বছর পর দেশে ফিরলেন

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার অন্যতম ফাঁসির আসামী হানিফ পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ।
শনিবার (১০ মে) যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বেলা ১২ টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মো. হানিফ গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে আদালত তাকে খালাস দেন ।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিবার্চন: সিইসি
তার স্বদেশ প্রত্যাবর্তনে শনিবার দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফুলের মালা হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভীড় জমান।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০ টা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সারাদেশ থেকে আসা হানিফ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ১ নং টার্মিনালের ভিতর দিয়ে ছাদখোলা জীপে চড়ে বাইরে বেরিয়ে আহেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোঃ হানিফ। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মো. হানিফ।
আরও পড়ুন: ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন হজযাত্রীরা
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, হানিফের বড় ভাই সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী আলহাজ কফিল উদ্দিন, হানিফের ছেলে পরিবহন ব্যবসায়ী আরাত, ভাতিজা অভি, ভাগিনা আকাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, জাকারিয়া মাহমুদ ( যুক্তরাষ্ট্র) এড. পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ ।