জুলাইয়ের নামে যারা দোকানদারি করে লুটপাট করছে তাদেরকে প্রতিহত করতে হবে: ভিপি নুর

জুলাইয়ের নামে যারা দোকানদারি করে লুটপাট করছেন তাদেরকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণপরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার বিকেলে নরসিংদীর কাউরিয়া পাড়া পৌর ঈদগাহে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন উদ্বোধন করতে যাচ্ছেন সিইসি
জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মো. নান্নু মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি শাহজাহান সরকার বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানকে কতিপয় গোষ্ঠী তাদের ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। জুলাই কারও বাপ দাদার সম্পত্তি নয়। কারও একক কৃতিত্ব না। এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের লড়াই সংগ্রামের ফল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এ মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল। জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। এই জুলাই হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না। বাংলাদেশ হবে জনগণের। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না। তাই এদেশে সকল শ্রেণি-পেশার মানুষ সমান অধিকার পাবে উল্লেখ করে তিনি স্বৈরাচার আওয়ামী লীগ বিরোধী গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা তুলে ধরেন।
আরও পড়ুন: বাংলাদেশে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে
এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় ব্যানার, ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দুপুর থেকেই সমাবেশস্হলে আসতে শুরু করেন। এছাড়াও গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, ইব্রাহিম রণক, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, উচ্চতর সদস্য আবু জাহের, নীলা শেখ ও স্থানীয় নেতাকর্মীরা।