বাংলাদেশ নারী ফুটবল টিমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ছবিঃ সংগৃহীত
প্রথমবারের মতো ২০২৬ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ নারী ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ড. ইউনূস।
বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
নারী ফুটবল টিমকে এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।
ড. ইউনূস আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন





