ছয় মাসে সড়কে ঝরেছে ২,৭৭৮ প্রাণ: সেভ দ্য রোড

চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭৮ জন। একই সময়ে আহত হয়েছেন ১৭ হাজার ৮২৬ জন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলনকারী সংগঠন সেভ দ্য রোড।
সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে সড়কপথে মোট ১৭ হাজার ৯৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিসহ থ্রি হুইলার দুর্ঘটনায়: ৭৯৫ জন, মোটরসাইকেল দুর্ঘটনায়: ৬৭৩ জন, বাস দুর্ঘটনায়: ৮২৫ জন, ট্রাক, পিকআপ, লরি দুর্ঘটনায়: ৪৮৫ জন।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি
এ ছাড়া নৌপথে ৬১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৪৫১ জন আহত হয়েছেন। রেলপথে ৫২৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮৪ জন এবং নিহত হয়েছেন আরও ১৪ জন।
সেভ দ্য রোড আরও জানায়, সড়কে পুলিশের গাফিলতি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার ফলে গত ছয় মাসে ১১৮টি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১০৪ জন। এ ছাড়া নারী শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ৬১৪টি, এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ২টি।
আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে
সেভ দ্য রোড সংগঠনটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ৭ দফা দাবি উত্থাপন করেছে। দাবি গুলো হলো:
- মিরেরসরাই ট্র্যাজেডির স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে।
- ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।
- ধর্ষণ ও হয়রানি প্রতিরোধে ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধ ও অষ্টম শ্রেণি উত্তীর্ণ চালক ছাড়া অন্য কাউকে নিয়োগ না দেওয়ার দাবি।
- দুর্ঘটনায় নিহতদের ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
- ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটেলিয়ন’ গঠন করতে হবে এবং ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
- দুর্ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে আইনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে।
- দুর্নীতি প্রতিরোধে ইউলুপ, সড়ক ও সেতু ব্যবস্থায় সংস্কার এবং দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সেভ দ্য রোড বলেছে, এসব উদ্যোগ বাস্তবায়ন না হলে সড়কে প্রাণহানি ও অপরাধের মাত্রা আরও বাড়তে পারে। সড়ককে নিরাপদ করতে হলে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।