গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের বৃক্ষরোপণ কর্মসূচি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৫ | আপডেট: ১:৪৫ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী কৃষিবিদরা।

রবিবার ৬ জুলাই রাজধানীর খামারবাড়ি কেআইবি কমপ্লেক্সে কৃষিবিদ কনভেনশন হলে জুলাই আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল করে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

এসময় জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন  সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেছেন, ২০২৪ সালে প্রথমে কোটাবিরোধী আন্দোলন শুরু হয়। পরে সর্ব ঈশ্বরের জনগণের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে শত শত শহীদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। সেই শহীদদের স্মরণে এবং যেসব ভাই-বোনেরা আহত হয়েছে তাদের স্মরণে আজ আমরা দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি করছি।

তিনি বলেন, এদেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দরকার। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদে যাবে জনগণের কথা বলবে, জনগণের উন্নয়ন করবে। 

আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি

এ সময় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের নাম এখনো লিখিত আকারে লিপিবদ্ধ করা হয়নি। তা লিপিবদ্ধ করতে হবে। এবং ৫ আগস্টে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। এদেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাই যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। স্বৈরাচার হাসিনা এবং তার দোসরদের বিচার করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কৃষিবিদ শাহ মুনিরুর রহমান,সাবেক ভিপি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কৃষিবিদ শাহাদত হোসেন চঞ্চল,সাবেক ছাত্র নেতা কৃষিবিদ মনজুরুল কাদির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ এমদাদুল হক দুলু,  কৃষিবিদ শাহাদত হোসেন শোভন, কৃষিবিদ আমানুল্লাহ,  কৃষিবিদ আশরাফুল ইসলাম,  সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ সোহরাব হোসেন সুজন,  কৃষিবিদ নোবেল,  কৃষিবিদ নবিন, কৃষিবিদ সাজ্জাদ,  কৃষিবিদ মাসুম, কৃষিবিদ মকবুল হোসেন,  নাহিদ, কৃষিবিদ শাহজালাল,  কৃষিবিদ রাজীব সহ প্রমুখ।

কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এর তত্বাবধানে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির দেশী বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ শেষে সর্বস্তরের কৃষিবিদদের উপস্থিতিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্বার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কৃষিবিদ ইনস্টিটিশন মসজিদের পেশ ইমাম।