মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ হত্যা: সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গ্রেপ্তার ৪

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাকি দুজনকে র্যাব।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া বাকি দুই আসামির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
ডিএমপি জানায়, ঘটনার পরপরই পুলিশ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে
হত্যাকাণ্ডটি ঘটে গত বুধবার (৯ জুলাই) বিকেলে। মিটফোর্ড হাসপাতালের প্রধান ফটকের কাছে পাকা রাস্তায় প্রকাশ্য দিবালোকে সোহাগকে এলোপাতাড়ি আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই মর্মান্তিক দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ডিএমপির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতা অন্যতম কারণ। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাধারণ মানুষসহ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।