হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিল বিএনপি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ৪:০২ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (১৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও কয়েকজন নিরাপত্তা ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা।

আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি

অভিযোগপত্র জমা দেওয়ার সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগপত্র গ্রহণ করে চিফ প্রসিকিউটর আশ্বাস দেন যে, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির অভিযোগ, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে সংগঠিত অন্তত ১১টি গুমের ঘটনায় এসব ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। ভুক্তভোগীদের পরিবারের দাবি, শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের স্বজনদের অপহরণ ও গুমের মতো নিষ্ঠুর ঘটনার শিকার হতে হয়েছে।

আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।