ছাত্রদলের বিরুদ্ধে শিবিরের গুপ্ত কর্মীদের ‘মব সৃষ্টির’ অভিযোগ: নাছির উদ্দিন

পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মব’ সৃষ্টি করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি বলেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
নাছির উদ্দিন বলেন, “শুধু মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কথিত ‘গুপ্ত সংগঠন’ সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করে ছাত্রদলের বিরুদ্ধে বিভ্রান্তিকর মব গড়ে তুলছে। অথচ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ডগুলো নিয়ে তাদের কোনো কথা নেই।”
তিনি আরও অভিযোগ করেন, “তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ছাত্র রাজনীতির সুস্থ পরিবেশ বিনষ্ট করার একটি কৌশল।”
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
ছাত্রদল ঘোষিত বিক্ষোভ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “আমরা প্রতিবাদ করছি এসব অপতৎপরতার বিরুদ্ধে। তবে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের উদ্দেশ্য হলো অবস্থান পরিষ্কার করা, শান্তিপূর্ণভাবে।”
পরে বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
এই মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও থানাভিত্তিক ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ছাত্রদলের নেতারা শিবিরপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকারের সহায়তায় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং শিক্ষাঙ্গনে রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।