প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’তে চলচ্চিত্র, গান ও ড্রোন শো
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে পালিত হলো প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে এই আয়োজন শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই দিনব্যাপী কর্মসূচিতে প্রদর্শিত হয় দুটি চলচ্চিত্র—‘হিরোস উইদাউট কেপস : প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’।
চলচ্চিত্র প্রদর্শনীর পর মঞ্চে পরিবেশিত হয় জুলাইয়ের গান ও কনসার্ট। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেজান, তাশফি ও সানি। এছাড়াও পরিবেশনায় অংশ নেয় ব্যান্ডদল রেপার কালেক্টিভ এবং আর্টসেল।
আরও পড়ুন: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের
রাতের শেষ পর্যায়ে আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থাপন করা হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ড্রোন শো। মাসব্যাপী চলা এই আয়োজনে দেশের ইতিহাস, প্রতিবাদ ও তরুণদের ভূমিকার বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে একটি সংস্কৃতিক পুনর্জাগরণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে আয়োজকদের।





