তথ্য গোপনের অভিযোগ ভিত্তিহীন : মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ২২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এমন অভিযোগের বিপরীতে মুখ খুলেছে সরকার। মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এই দাবি সঠিক নয়। নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে এবং নিহতদের নাম-পরিচয় যাচাই করে তালিকা তৈরি করা হচ্ছে।

পোস্টে আরও জানানো হয়, শনাক্ত করা না যাওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কাজ চলছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

পোস্টে বলা হয়, “এ মর্মান্তিক ঘটনায় নিহত-আহতদের সঠিক ও নির্ভুল তালিকা প্রকাশে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।”

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আরও জানানো হয়, যদি কেউ নিখোঁজ থাকেন বলে সন্দেহ হয়, তাদের তথ্য দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করতে বলা হয়েছে। এজন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে এবং বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি বিশ্লেষণ করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

এদিকে, মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান,

এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন।

তিনি আরও বলেন, আহত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুইজন ভেন্টিলেশনে রয়েছেন। আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।