‘অস্ত্র নয়, এখন ভয় কৃত্রিম বুদ্ধিমত্তা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে বড় ধরনের হুমকি হিসেবে চিহ্নিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, এটি এমন এক আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে। শনিবার (২৬ জুলাই) সকালে খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেই হুমকির একটি বড় অংশ।” তিনি আরও বলেন, “এটি অস্ত্রের চেয়েও ভয়ংকর, কারণ এটা অদৃশ্যভাবে সমাজে বিভ্রান্তি ও প্রভাব ছড়াতে পারে।
আরও পড়ুন: ‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন করল বাংলাদেশ কংগ্রেস
নির্বাচন কমিশন (ইসি) এসব হুমকি মোকাবেলায় সচেতন ও প্রস্তুত রয়েছে বলে জানান সিইসি। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ চলছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই। রাতের আঁধারে নয়, দিনের আলোতেই সব কার্যক্রম পরিচালিত হবে, যাতে মানুষের আস্থা অর্জন করা যায়।”
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করল সরকার
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। এসব ব্যবস্থা নেওয়া না হলে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া কঠিন হবে। ফলে দেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে পারে।”
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিইসি নিজে। উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।