তিন বাহিনীর প্রধান, ডিজিএফআই ও এনএসআইয়ের ডিজি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনার বিষয় ছিল রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব পুনর্বিন্যাস।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, এই প্রস্তাব রাজনৈতিক দলগুলোর বিবেচনার জন্য দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যদি এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়, তাহলে সংবিধান সংশোধনের মাধ্যমে তা কার্যকর করা হবে।’

বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন। তবে জাতীয় ঐকমত্য কমিশন আরও কিছু গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রপতির সরাসরি নিয়োগ ক্ষমতা দেওয়ার পক্ষে মত দিয়েছে।

আরও পড়ুন: রোববার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বসছেন সিইসি

কমিশনের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রপতির হাতে যেসব নিয়োগের ক্ষমতা দেওয়া হবে, তার মধ্যে রয়েছে: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, ডিজিএফআই ও এনএসআই-এর মহাপরিচালক, অ্যাটর্নি জেনারেল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য, তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্য, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও সদস্য।

বৈঠকে অধ্যাপক রীয়াজ আরও জানান, এ সংক্রান্ত সকল রাজনৈতিক আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চায় কমিশন, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পথ প্রশস্ত হয়।