স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই ওয়ান-ইলেভেনের দিকে যাচ্ছি: মজিবুর রহমান মঞ্জু

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্য অব্যাহত থাকলে দেশ অনিবার্যভাবে ‘ওয়ান-ইলেভেনের’ দিকে যাবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (৫ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি—২০০৭ সালের ডিসেম্বর-জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল এখন আমরা সবাই মিলে সেদিকেই রওয়ানা হয়েছি।"
আরও পড়ুন: আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি দুটি সমাধানের প্রস্তাব দেন:
- সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন
- গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচন
‘অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উদযাপন’ উপলক্ষে এবি পার্টি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মূল বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন: জাতিসংঘে একাধিক বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়
মঞ্জু বলেন, "আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জীবন বিলিয়ে দেওয়া মহান শহীদদের। কৃতজ্ঞতা ও বিনীত সালাম জানাই হাজার হাজার আহত-পঙ্গু ভাই-বোনদের।"
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ৪ জুলাই এবি পার্টি প্রথম দল হিসেবে এই আন্দোলনকে সমর্থন জানায়।
মঞ্জু বলেন, "গণঅভ্যুত্থানে অবদান ও এর অংশীদারিত্ব নিয়ে যে বিতর্ক, তা সমাধান না হলে জুলাই আরেকটি দীর্ঘমেয়াদি বিভক্তির জন্ম দেবে।" তিনি ‘জুলাই ঘোষণাপত্র’কে অলঙ্কারিক দলিল না বানিয়ে এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মঞ্জু একজন উপদেষ্টার ‘ওয়ান-ইলেভেনের পদধ্বনি’র বক্তব্যের প্রসঙ্গে বলেন, "তিনি তো পদধ্বনি শুনছেন, কিন্তু আমরা ওয়ান-ইলেভেন চাক্ষুষ দেখছি। যেভাবে রাজনৈতিক বিভেদে জড়িয়ে পড়ছেন তাতে ওয়ান-ইলেভেন সরাসরি দেখা যাচ্ছে।"
তিনি সতর্ক করে বলেন, অনেকেই মনে করছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু বাস্তবে তাদের ‘প্রেতাত্মারা’ এখনো দেশে গেড়ে বসে আছে। তিনি বলেন, "আমরা যদি এই রাজনৈতিক বিভেদ দূর করতে না পারি, তাহলে আজ যারা আন্দোলনের প্রধান শক্তি হিসেবে নিজেদের তুলে ধরছেন, তারা কেউ জনগণের হাত থেকে মুক্তি পাবেন না।"
সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, "বিভক্তির মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। ব্যক্তিগত ও দলীয় স্বার্থে রাজনৈতিক বিভেদ দূর করে একটি স্থিতিশীল রাষ্ট্র গঠনে আমাদের কাজ করতে হবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।