১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে ১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের কোনো সদস্যকে সড়কে নামতে দেওয়া হবে না। একইসঙ্গে ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই: ড. ইউনূস
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ডিএমপি কমিশনার এই কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাই কোনো অবস্থাতেই তারা সড়কে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। যদি কেউ এর ব্যত্যয় ঘটায়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও বাড়ানো হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদেরকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা বিভাগ।
পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।