বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) হলেন ড. মো. মজিবুর রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মো. মজিবুর রহমানকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান পদে নিয়োগের আগে তিনি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর National Liaison Officer (NLO) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত দুদকের

ড. মজিবুর রহমান ২০০৩ সালে বেলজিয়ামের Catholic University of Leuven থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে জার্মানির Friedrich-Schiller-University of Jena-তে Alexander von Humboldt Foundation (AvH) এর গবেষণা ফেলো হিসেবে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

তার গবেষণা ক্যারিয়ারে দেশি-বিদেশি জার্নালে ৫০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডসহ প্রায় ২০টিরও বেশি দেশ সফর করেছেন।

আরও পড়ুন: ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

তিনি ২০১৪-২০১৬ ও ২০১৬-২০১৮ মেয়াদে টানা দুইবার বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে কমিশন ও বিজ্ঞানীদের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখেন।

১৯৬৬ সালে কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া গ্রামে জন্ম নেওয়া ড. মজিবুর রহমানের সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।