গুমের শিকারদের স্মরণে ‘মায়ের ডাক’-এর মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস (৩০ আগস্ট) উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

‘Memories of Disappearance’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে গুম হওয়া মানুষের স্মৃতি ও পরিবারগুলোর দীর্ঘ অপেক্ষার কাহিনি তুলে ধরা হবে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

আয়োজক সূত্রে জানা গেছে, মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবার-স্বজনরাও এই আয়োজনে অংশ নেবেন।

মানববন্ধন শেষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীটি ২২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন একই স্থানে সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

আয়োজক সানজিদা ইসলাম জানান, “এ আয়োজনের মাধ্যমে আমরা গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করছি এবং একইসঙ্গে বিচারের দাবিতে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে চাই। ‘অপেক্ষার শেষ চাই, গুমের বিচার চাই’— এই বার্তা ছড়িয়ে দিতে আমরা সকলের সহানুভূতি ও অংশগ্রহণ কামনা করছি।”

অনুষ্ঠানটি কাভার করার জন্য দেশের সকল জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি ও ফটোসাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।