বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বিমান আইনে অর্পিত সরকারের ক্ষমতাবলে এবং ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট’-এর আওতায় ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুযায়ী শেখ বশিরউদ্দীনকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
তিনি বিমানের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, “সম্ভবত।”
আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন