লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।
দলের শীর্ষ এই নেতার সঙ্গে দেশে ফিরেছেন তাঁর সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
এর আগে গত ১৫ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে যান খন্দকার মোশাররফ। সফরে যাওয়ার আগে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন রাজধানীতে বিএনপির একটি পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে একই বছরের ২৭ জুন তাঁকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়। দুই মাসের বেশি চিকিৎসা শেষে ৫ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন
পরে আবার অসুস্থ হয়ে পড়লে ওই বছরের ৫ ডিসেম্বর ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ২০২৪ সালের ২৭ জানুয়ারি তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর ২১ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেছিলেন।
সর্বশেষ এবার লন্ডনে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরলেন।