কর্মশালার মাধ্যমে জাপানিজ ভাষা শিক্ষা দিচ্ছে আর আর গ্রুপ

জাপান গমনে ইচ্ছুক কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা করছে আর আর গ্রুপ। তাদের লক্ষ্য হচ্ছে—জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সম্ভাবনার দুয়ার উন্মোচন করা। সম্প্রতি রাজধানীর ১৪ পুরানা পল্টন দারুস সালাম আর্কেড বিল্ডিংয়ের ১১ তলায় জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘জাপানি ভাষা শিখুন, স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে জাপান যান’ স্লোগানে এই প্রশিক্ষণের আয়োজন করে আর আর গ্রুপ। এতে বক্তব্য রাখেন আর আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম সুমন, উপদেষ্টা বাবু দুলাল বর্মন, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জয়েন্ট এডিটর ফারহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইউনুস সোহাগ, আর আর গ্রুপের ডিরেক্টর ইউনুস মল্লিক, মেরিল্যান্ড রিভারভিউ সিটির উপ-পরিচালক মোহাম্মদ মোহাইমিন এবং সঞ্চালনা করেন শীর্ষেন্দু সুবীর।
আর আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম সুমন বলেন, জাপানে কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষাজ্ঞান। এই বিষয়ে ভালো প্রস্তুতি নিতে পারলে কর্মী পাঠানো অনেক সহজ হবে। তিনি বলেন, যেকোনো দেশের ভাষা জানা থাকলে, সেই দেশে কাজ করতে যাওয়া কর্মীদের কোনো ধরনের অসুবিধা হয় না। তাই বিদেশে পাঠানোর আগে সবার ভাষা জানা অত্যন্ত জরুরি। জাপানে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে এবং আরও সম্প্রসারিত করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: নির্বাচনে বাধা দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, আরও আসবে: প্রধান উপদেষ্টা
এ সময় জাপানিজ ডেলিগেটরা আর আর গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারীদের জাপানিজ ভাষা শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।