১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ ২ হাজার পর্যটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৮ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। চলতি মৌসুমে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকরা দ্বীপে ভ্রমণের সুযোগ পাবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যাওয়ার অনুমতি পাবেন। পরিবেশ রক্ষায় নভেম্বর ও ডিসেম্বর মাসে দ্বীপে রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‌্যাবে গণবদলি

তিনি বলেন, “সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে পর্যটকরা ভ্রমণের সুযোগ পাবেন। চার মাসের জন্য দ্বীপ খোলা থাকবে। এর মধ্যে প্রথম দুই মাস রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা সেন্টমার্টিনে অবস্থান করতে পারবেন।”

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে একটি যৌথ কমিটি গঠন করে। তখন সিদ্ধান্ত হয়েছিল, সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মানতে হবে। পরে অন্তর্বর্তীকালীন সরকার সেন্টমার্টিনে নয় মাস ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করে।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন মৌসুমে পর্যটকরা সীমিত আকারে দ্বীপ ভ্রমণের সুযোগ পাচ্ছেন।