ডিএমপির ৭ কর্মকর্তার বদলি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৩৫ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার মোট ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এই বদলির আদেশ জারি করা হয়।

আরও পড়ুন: ঢাকা মেডিকেলে রোগী ভাগ, দুই দালাল গ্রুপের সংঘর্ষ, আহত ৭

বদলির তালিকায় রয়েছেন—

* সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম → পিঅ্যান্ডআর বিভাগে

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

* প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরী → কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (কাউন্টার টেরোরিজম-১) বিভাগে

* অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) মো. মেহেদী হাছান → সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে

* অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিউল ইসলাম → ট্রেনিং বিভাগে

* ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগর → মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর) পদে

* মিরপুর বিভাগের (পেট্রোল মিরপুর) সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান→ সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) পদে

* ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকি → অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে

ডিএমপি জানিয়েছে, প্রশাসনিক কারণে এই বদলি করা হয়েছে।