গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আল-আমীন (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বাংলা প্রেসক্লাব অব মিশিগানে কোষাধ্যক্ষ নির্বাচিত কুলাউড়ার লিটু

নিহত হায়দার ইসলামের রাঙ্গামাটির লংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আল-আমীন ফেনীর মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে। গুরুতর আহত আল-আমীনকে পুলিশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেখেছেন।

এলাকাবাসী জানায়, সম্প্রতি গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটার পর রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করে গ্রামবাসী।

আরও পড়ুন: রূপগঞ্জে মানবতার দেয়াল অসহায় মানুষের মুখে নতুন হাসি, মানবিকতার নতুন ইতিহাস

বুধবার ভোরে হায়দার ও আল-আমীনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। এসময় তারা একজনকে আটক করলে তার সঙ্গে থাকা ৫ থেকে ৭ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পাশের ভৌরাগাটা এলাকার লোকজন তার আরেক সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় অসংলগ্ন কথাবার্তা বললে গণপিটুনি দেয়।

পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে এলাকার লোকজন হায়দার ও আল-আমীনকে আটক করে। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হলে উত্তেজিত এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হায়দার ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।