শায়েস্থাগঞ্জে জে আর কুরিয়ার সার্ভিসে গাঁজা পাঠাতে গিয়ে যুবক আটক

শায়েস্থাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠাতে গিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এজি কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে আসে চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল্লাহ (২৫)। অফিসের কর্মীরা তার পার্সেল দেখে সন্দেহ হলে খুলে দেখেন। এ সময় ভেতরে গাঁজা পাওয়া গেলে তারা দ্রুত চুনারুঘাট থানায় খবর দেন।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
খবর পেয়ে টহলরত পুলিশের এএসআই ইলিয়াস তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। চুনারুঘাট থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা