চকরিয়ায় মা হারানোর ২২ দিন পর ডাকাতের হাতে নিহত বাবা, অনাথ ২ শিশু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদুল্লাহ (৩০)। তিনি উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, মাত্র ২২ দিন আগে তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মা-বাবা হারিয়ে এখন তাদের দুই শিশু সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “ডাকাত দলের হামলায় একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট এলাকায় রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায় ডাকাত দল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাহমুদুল্লাহকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক রাসেল চৌধুরী বলেন, “২২ দিন আগে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন মাহমুদুলের স্ত্রী। আজ তিনিও ডাকাতদের হামলায় নিহত হয়েছেন। তাদের অবুঝ দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। রাষ্ট্রকে এগিয়ে এসে এই শিশুদের দায়িত্ব নিতে হবে।”

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।