কার্যকর ২০২৬ সালের জানুয়ারিতে

বাংলাদেশসহ ৯ দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় নিষেধাজ্ঞা আরব আমিরাতের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৫ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় জটিলতা চলমান থাকলেও এবার এলো আরও এক দুঃসংবাদ। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

বাংলাদেশ ছাড়াও যেসব দেশ এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে:

আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান, উগান্ডা

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

শুধু কর্ম ও পর্যটন ভিসাই নয়, এই ৯ দেশের নাগরিকরা ব্যবসায়িক ভিসার আবেদন করলেও সেটি আর গ্রহণ করবে না ইউএই।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো বৈশ্বিক মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ইউএই সরকার বিস্তারিত কিছু জানায়নি।

২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকরা নতুন ভিসা আবেদনের সুযোগ পাবেন না। এই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে, যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসে।