সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ আহমেদ রনী

Sanchoy Biswas
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উদীয়মান তরুণ সংগীতশিল্পী ইমতিয়াজ রনী এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। আসছে সৈয়দ সাহিল পরিচালিত ওয়েব ফিল্ম দাবাঘর-এ তাঁকে দেখা যাবে একটি নেতিবাচক চরিত্রে। ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেই রনী নির্মাতা এবং সহশিল্পীদের মন জয় করেছেন বলে জানা গেছে।

এই ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরুসহ প্রমুখ বাংলাদেশী এবং ফরাসী অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন। ইমতিয়াজ রনী অভিনয় করেছেন এক ধনাঢ্য বিত্তশালী ব্যবসায়ীর বিশ্বস্ত পরিচালক হিসেবে, যিনি সেই ব্যবসায়ীর বৈধ ব্যবসার আড়ালের অবৈধ কর্মকান্ড পরিচালনা করেন ফ্রান্স থেকে এবং তার অবৈধ ব্যবসার পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন। এই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি শৈল্পিক মনোমুগ্ধকর অভিনয় করে দর্শকের প্রত্যাশা বাড়িয়েছেন। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করে চমক দেখিয়েছেন। সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ রনীর এই যাত্রা নতুন এক দিগন্ত উন্মোচন করছে। দাবাঘর ওয়েব সিরিজটি ২৩ সেপ্টেম্বর Bongo (বঙ্গ) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।

আরও পড়ুন: জেলের অভিজ্ঞতা শেয়ার করলেন রিয়া চক্রবর্তী

ঢাকার এই প্রতিভাবান তরুণ বর্তমানে বসবাস করছেন ফ্রান্সের প্যারিসে। সংগীত আর অভিনয়েই খুঁজে পান তাঁর আসল ভালোবাসা। সংগীতে তিনি নিয়মিত কাজ করছেন ফরাসি ব্যান্ড ফ্রন্টিয়ার-এর বেইজিস্ট ও সেকেন্ড ভোকালিস্ট হিসেবে। এর আগে যুক্ত ছিলেন ফরাসি ব্যান্ড অন দ্য রক-এর সঙ্গেও। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আয়োজনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করছেন। নিজের লেখা ও সুর করা মৌলিক গান তৈরি করেছেন সময়ে সময়ে।

প্রবাসে থেকেও বাংলা সঙ্গীতে রনীর অবদান রয়েছে। তার সুর করা গান গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সীসহ আরও অনেক নামকরা শিল্পীবৃন্দ। বাংলা ব্যান্ড ভাইস-এর সঙ্গে যুক্ত থেকে একসময় বের করেছিলেন মৌলিক গান ব্ল্যাক অ্যান্ড বিউটিফুল, ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলা ব্যান্ডের প্রথম মৌলিক গান, যার অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশিত হয় ইউটিউবে। অভিনেতা নাসিরউদ্দিন খান অভিনীত এবং সৈয়দ সাহিল পরিচালিত ওয়েব ফিল্ম পথযাত্রী-তেও ব্যবহৃত হয়েছে তাঁর লেখা ও সুর করা গান শেষ ফেরা। তাঁর লেখা ও সুর করা ব্ল্যাক অ্যান্ড বিউটিফুল গানের ভিডিও নির্মাণ করেছিলেন পরিচালক সৈয়দ সাহিল। পরবর্তীতে সেই পরিচয় থেকেই শুরু হয় তার অভিনয়ের যাত্রা। শর্টফিল্ম ঘুমন্ত বিবেক ও মিউজিক ভিডিও মুক্তি-তে কাজের অভিজ্ঞতা এবার তাঁকে বড় পরিসরে অভিনয়ে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুন: ‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর’

সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় ও সৈয়দ সাহিলের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম দাবাঘর-এ রনী একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন যা একসময়ে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এতে মূল খল-নায়ক চরিত্রে আছেন স্বাধীন খসরু। শুধু অভিনয় নয়, এই ফিল্মের টাইটেল সংও লিখেছেন এবং গেয়েছেন তিনি। সুর করেছেন রনী এবং সংগীত পরিচালক নাসিফ হোসেন নিপু, যিনি গানটির সঙ্গীতায়োজনও করেছেন।

আজ ২৩ সেপ্টেম্বর বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে অরিজিনাল ওয়েবফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে দাবাঘর। বলা যায়, সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ রনীর এই যাত্রা তাঁর শিল্পীজীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করবে।