জেলের অভিজ্ঞতা শেয়ার করলেন রিয়া চক্রবর্তী

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:১৩ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী ফের আলোচনায় এসেছেন তার জেলজীবনের স্মৃতি শেয়ার করে। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তখন একদিকে প্রেমিকের মৃত্যু, অন্যদিকে জেলজীবন—দুইয়ের আঘাতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া জানান, তিনি ২৮ দিন জেলে ছিলেন। সেখানে তিনি দেখেছেন অধিকাংশ নারীই বিচারাধীন, অথচ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকেই নির্দোষ হয়েও কষ্ট ভোগ করছেন।

আরও পড়ুন: ‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর’

জেল অভিজ্ঞতা তাকে জীবনের প্রকৃত শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন রিয়া। তার ভাষায়, “যখন চারপাশে অন্ধকার নেমে আসে, তখনই বোঝা যায় আসলে জীবন কী। জেলের ডাল-ভাতও তখন পিজ্জার মতো মনে হয়। সেখানে গিয়ে বুঝেছি, জীবনে মাত্র কয়েকজন প্রকৃত বন্ধু থাকে, বাকিরা নয়।”

তিনি আরও জানান, জেলে থাকার সময় তিনি নিয়মিত ডায়েরি লিখতেন। তার মতে, জেলের ভেতরের মানুষ বাইরের মানুষের তুলনায় অনেক ভালো। কারণ সেখানে কোনো সমাজ, নিয়ম বা ভেদাভেদ নেই—সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সমানভাবে কষ্ট ভাগাভাগি করে।

আরও পড়ুন: ছবি শেয়ার করে সুখবর জানালেন ক্যাটরিনা-ভিকি

এদিকে পুলিশ অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রিয়া চক্রবর্তী। তবে তার দাবি, জেলে কাটানো দিনগুলো তার জীবন পুরোপুরি বদলে দিয়েছে।