বিদেশি গণমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকারের খবর ভিত্তিহীন: বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছে দলটি। সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত একটি সাক্ষাৎকারকে বিএনপি ভিত্তিহীন ও মনগড়া সংবাদ বলে অভিহিত করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এ তথ্য জানান।
আরও পড়ুন: আওয়ামী দোসররা বিদেশের মাটিতেও অপকর্ম চালিয়ে যাচ্ছে: রিজভী
বিবৃতিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ‘এই সময়’ পত্রিকায় ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত। সাম্প্রতিক সময়ে মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।
বিএনপি দাবি করেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা ফখরুলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এই ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। দলটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, উক্ত সংবাদে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে যুক্তরাজ্যের সহযোগিতায় ICAO National Inspectors Course সম্পন্ন