পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আরব নিউজের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তের দাশতে এলাকায় ইরান সীমান্তের কাছে বৃহস্পতিবার একটি আধা-সামরিক কনভয়ের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারী কনভয়ের মধ্যে ঢুকে বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলে ৩ সেনাসহ অন্তত পাঁচজন নিহত হন। বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে

একই রাতে আফগান সীমান্তের কাছে আরেকটি বিস্ফোরণে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন।

আফগানিস্তান ও ইরানের সীমান্তঘেঁষা খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান সরকার এই হামলার জবাবে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে এবং বেলুচ জনগণের প্রতি বৈষম্যের অবসান দাবি করছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়।