‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর’

বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও নতুন নাটকে কনে চরিত্রে হাজির হচ্ছেন। ইউটিউবে নিয়মিত তার অভিনীত নাটকগুলো দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে, আর সেই ধারাবাহিকতায় এবার তিনি কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এ।
নাটকটি পরিচালনা করছেন সম্রাট জাহাঙ্গীর। এতে ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, যাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে, কনে রূপে।
আরও পড়ুন: ছবি শেয়ার করে সুখবর জানালেন ক্যাটরিনা-ভিকি
নাটকের গল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তানিয়া বৃষ্টি বলেন, নাটকে আমার বিয়ে হচ্ছে, নাটকের নাম হচ্ছে ‘মায়ার বাঁধন’। অনেক বছর পর সিরিয়ালে কাজ করছি। গল্পটা খুবই সুন্দর, পারিবারিক একটা গল্প। স্ক্রিপ্টটা পড়েই খুব ভালো লেগেছে।
নাটকের গল্পে মায়ার বিয়ে একটি অ্যারেঞ্জ ম্যারেজ। চরিত্রের আবেগ নিয়ে বলেন, মায়া একদিকে নার্ভাস, একদিকে খুব এক্সাইটেড। নতুন একটা পরিবার পাচ্ছে। নিজের পরিবার ছেড়ে যাচ্ছে বলে স্বাভাবিকভাবেই নার্ভাস। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে কি না—এই ভাবনাটা থাকে।”
আরও পড়ুন: ‘বৌদি’ শব্দটি এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়: স্বস্তিকা
তানিয়া বৃষ্টি এর আগেও বহু নাটকে কনে রূপে অভিনয় করেছেন। সে অভিজ্ঞতা নিয়ে বলেন, এর আগে এতবার আমার অন-স্ক্রিন হলুদ হয়েছে, সব মিলিয়ে ডিফারেন্ট কিছু না। কিন্তু প্রত্যেকটা চরিত্র তো আলাদা, তাই প্রতিবারই নতুন অভিজ্ঞতা হয়।
তানিয়া বৃষ্টির নতুন নাটক ‘মায়ার বাঁধন’ শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেল ও ইউটিউব প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।