আ.লীগের বড় মিছিলের শঙ্কা, রাজধানীতে সাঁড়াশি অভিযান
রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং বড় জমায়েতের শঙ্কায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া এ অভিযানে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর ফার্মগেট, পানি ভবন ও তেজগাঁও এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। এমন পরিস্থিতি এড়াতে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
তিনি আরও জানান, এ ধরনের তৎপরতার সময় অনেক নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পান্থপথের পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা।
ডিবির একটি সূত্র জানায়, একটি স্থান থেকে ২৫ জন নেতাকর্মীকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।
আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাত, ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ডিএমপির সর্বশেষ তথ্য অনুযায়ী, সাঁড়াশি অভিযান এখনো চলছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





