শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখনো ফ্যাসিস্ট ঠিকাদারদের নিরাপদ নিকো বাণিজ্য কেন্দ্র

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩১ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এখনো পলাতক স্বৈরাচারী সরকারের দোসর ঠিকাদার-প্রকৌশলীদের নিরাপদ ব্যবসায়িক কেন্দ্র। বর্তমান প্রধান প্রকৌশলীসহ অধিকাংশ প্রকৌশলীই বিগত সরকারের সুবিধাভোগী হওয়ায় এখনো তাদের গোপন যোগাযোগ ঠিকাদারদের সাথে রয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী স্বৈরাচারী সরকারের দীর্ঘ শাসনের পতন হলেও কোনো প্রকার প্রশাসনিক এবং প্রকৌশল কার্যক্রমের সংস্কার লাগেনি শিক্ষা মন্ত্রণালয়ের এই দফতরে। ছাত্রলীগ ও যুবলীগের নিয়ন্ত্রণকারী নেতারা পালিয়ে গেলেও তাদের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট ঠিকাদাররা এখনো অভিনব পদ্ধতিতে নিকোজিশন করে শত কোটি টাকার ঠিকাদারী কাজ হাতিয়ে নিচ্ছে। এখনো এই দপ্তরের নিবন্ধিত প্রকৃত ঠিকাদাররা অসহায় অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশ

গত এক বছরেও স্বাভাবিক নিয়ম গড়ে না উঠায় প্রকৃত ঠিকাদাররা শিক্ষা উপদেষ্টা ও সচিব বরাবরে অনিয়ম ও সিন্ডিকেট বাণিজ্যের চিত্র তুলে ধরে আবেদন করেছেন। অভিযোগে জানা যায়, ঠিকাদারী সিন্ডিকেট সাবেক সরকারের আমলের কর্মকর্তাদের এখনও বহাল তবিয়তের কারণে সেই আমলের সুবিধাভোগীরা আগের মতো অনৈতিক সুবিধা ভোগ করে আসছেন।

যাদের একজন রাকিব হোসেন মিরন। তার প্রতিষ্ঠানের নাম মিরন এন্টারপ্রাইজ। তিনি ঢাকা উত্তর যুবলীগের প্রচার সম্পাদক হিসাবে রাজনৈতিক পরিচয়ে সিন্ডিকেট করে বিগত আমলে টেন্ডারবাজির মাধ্যমে প্রচুর অবৈধ টাকার মালিক হয়েছেন। এখনও তার বেশ প্রভাব রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে। আগের আমলের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি এখনো প্রকৃত ঠিকাদারদের কাজে বাধা দিচ্ছেন এবং টেন্ডারে কারসাজির মাধ্যমে কার্যাদেশ ভাগ করছেন। এর ফলে প্রকৃত ঠিকাদাররা কাজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন: রাবিতে ছাত্রশিবিরের মানববন্ধনের পর কিছুদিনের জন্য শাটডাউন স্থগিত

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও বহাল তবিয়তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ঢাকা মেট্রো জোনসহ সারা বাংলাদেশে মেটিক্স-এর দোহাই দিয়ে কার্যাদেশ (মিরন এন্টারপ্রাইজ) হাতিয়ে নিচ্ছেন।

বর্তমানে ঢাকা মেট্রো জোনে CONSTRUCTION OF 6-STORIED ACADEMIC BUILDING WITH 11-STORIED FOUNDATION INCLUDING SANITARY AND WATER SUPPLY WORKS ALONG WITH ELECTRIFICATION AND METRO (PILE FOUNDATION), HVI ID NO: 1033535।

উক্ত কাজেও তিনি Meron Enterprise (JV) নামে টেন্ডার দেন। এই কাজটি তাকে দেওয়ার জন্য বিশেষ একটি মহল অতি উৎসাহিত হয়ে পড়েছে। অথচ ঢাকার বাইরে সিলেট জেলায় ৪টি কাজ, ৪/৬ তলা ভবন, গত ৪ বছরেও করতে না পারায় কার্যাদেশ বাতিল করা হয়েছে এবং ব্যাংক গ্যারান্টি চাওয়া হয়েছে। যার আইডি নং যথাক্রমে: ৫৪১৭৭৮, ৫৩৪৮৮২, এবং ৫৪১৭৭৯।

বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের টেন্ডারের কাজ নিয়ে তার সাথে অন্যান্য প্রতিষ্ঠান কাজ করতে পারছে না। ফলে টেন্ডারগুলো রিটেন্ডার হচ্ছে এবং কিছু টেন্ডার বিক্রি করা হচ্ছে। দেশের ৬৪ জেলার তার নামে জয়েন্ট ভেঞ্চার (JV) ও সিঙ্গেল কাজ থাকার কারণে তার টেন্ডার ক্যাপাসিটিও নেই।

অভিযোগে জানা যায় বর্তমান প্রধান প্রকৌশলী আলতাফ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে থেকে আছেন।