বাংলা প্রেসক্লাব অব মিশিগানে কোষাধ্যক্ষ নির্বাচিত কুলাউড়ার লিটু

মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাহমুদুল হক লিটু বাংলা প্রেসক্লাব অব মিশিগান, ইউএসএ’র দুই বছরের মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) মিশিগানের অভিজাত এক রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় ভোটের মাধ্যমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মানবজমিন প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দীন রানা এবং সঞ্চালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। পরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নিশ্চিত করতে রাজউকের উদ্যোগ
ভোটে সভাপতি পদে নির্বাচিত হন পার্থ সারথী দেব (প্রথম আলো, উত্তর আমেরিকা), সহসভাপতি সফিক রহমান, সাধারণ সম্পাদক জুয়েল খান (নিউজ টুয়েন্টি ফোর), সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব এবং কোষাধ্যক্ষ মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা)।
এছাড়া কার্যকরী সদস্য পদে হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন ও আহমেদ শামসুদ্দিন কুটি নির্বাচিত হয়েছেন। সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলা প্রেসক্লাব অব মিশিগান আরও প্রাণবন্ত ও গতিশীল হয়ে উঠবে।
আরও পড়ুন: রূপগঞ্জে মানবতার দেয়াল অসহায় মানুষের মুখে নতুন হাসি, মানবিকতার নতুন ইতিহাস
এদিকে, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক লিটু কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা আশা করেন, লিটু অতীতের মতোই প্রবাসে সাংবাদিকতার মাধ্যমে কুলাউড়ার সুনাম অক্ষুণ্ণ রাখবেন।