সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নিশ্চিত করতে রাজউকের উদ্যোগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রাজউক কর্তৃক নির্মিত ও নির্মাণাধীন ভবনসমূহে সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বিষয়ক অংশীজন সভার আয়োজন করেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ। সভার সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
আরও পড়ুন: বাংলা প্রেসক্লাব অব মিশিগানে কোষাধ্যক্ষ নির্বাচিত কুলাউড়ার লিটু
অংশীজন সভায় ডাইকি এক্সিস বাংলাদেশ কারিগরি সহায়তার প্রস্তাবনা উপস্থাপন করে। সভায় রাজউক সদস্য (পরিকল্পনা) মোঃ গিয়াস উদ্দিন স্বাগত বক্তব্য দেন। ডাইকি এক্সিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব রুই ওয়াসে ও জনাব শফিকুল ইসলাম ঢাকা নগরীর পানি দূষণ রোধ এবং পানি সংশোধনের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া উপস্থাপন করেন। ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব হাসিন জাহানও সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জাপানের মতো আমাদেরও নদী ও খালগুলোর বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। এটি সময়সাপেক্ষ হলেও সমাধানের জন্য বিভিন্ন ধারণা যাচাই-বাছাই করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। রাজউকের ইমারত নির্মাণ বিধিমালায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এবং ওয়াসা ও অন্যান্য সহযোগী সংস্থাকে সহায়তা করতে হবে।”
আরও পড়ুন: রূপগঞ্জে মানবতার দেয়াল অসহায় মানুষের মুখে নতুন হাসি, মানবিকতার নতুন ইতিহাস
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “ওয়াসা ও ওয়াটার এইডকে সঙ্গে নিয়ে আমরা WASH প্রোগ্রাম বাস্তবায়ন করব। ভবন অনুমোদনের পূর্বে সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং ব্যত্যয় হলে রাজউককে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।”
সভায় সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ লাইনের মতো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার নদী ও জলাশয়ে বর্জ্য পড়া স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। ভবন অনুমোদনে এই ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হবে এবং ব্যত্যয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রাজউক, সিটি কর্পোরেশন ও ওয়াসা সমন্বয়ে বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা যাবে দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে।”
অংশীজন সভায় ডিএনসিসি, ওয়াসা, রিহ্যাব, ওয়াটার এইডসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. আব্দুল্লাহ আল মারুফ, সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সভার সংবাদ বিজ্ঞপ্তি প্রদান করেছেন।