সাংবাদিকদের ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৩ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবিঃ সংগৃহীত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবিঃ সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন নির্ধারণ করা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, যা ঠিক নয়। তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা প্রয়োজন।

বুধবার বিকেলে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন বিষয়ক এক আলোচনা সভায় তথ্য উপদেষ্টা এই মন্তব্য করেন।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, সাংবাদিকেরা দীর্ঘদিন ধরে ওয়েজ বোর্ড চাচ্ছেন এবং এ প্রক্রিয়ায় মালিকপক্ষের সম্মতি প্রয়োজন। মালিকপক্ষেরও বক্তব্য রাখার সুযোগ রয়েছে। সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের খসড়া নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য তিনি ১০ দিনের সময় নির্ধারণ করেছেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের বেতন না বাড়ালে তারা বিপথগামী হতে পারেন। ভালো বেতন নিশ্চিত হলে চাঁদাবাজি ও দালালি কমে যাবে। তিনি মন্তব্য করেন, মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছার অভাবের কারণে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হতে দেরি হচ্ছে।

আরও পড়ুন: সংসদ নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা