ভারত-পাকিস্তানসহ ২৩ দেশ ‘প্রধান মাদক পাচারকারী’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক উৎপাদক বা মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন। তার মতে, এসব দেশ অবৈধ মাদক ও কাঁচামাল উৎপাদন ও পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।
তালিকাভুক্ত দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ভারত, চীন, পাকিস্তান, বলিভিয়া, মায়ানমার, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও অন্যান্য। হোয়াইট হাউসের বরাত দিয়ে ট্রাম্প কংগ্রেসে জমা দেওয়া ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন’-এ দেশগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক সরবরাহ ও পাচারের জন্য দায়ী করেছেন।
আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, আফগানিস্তান, বলিভিয়া, মায়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা মাদকবিরোধী কার্যক্রমে “গুরুতর ব্যর্থতা” দেখিয়েছে। চীনকে বিশ্বে সবচেয়ে বড় কাঁচামাল সরবরাহকারী হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, বেইজিংকে অবৈধ ফেন্টানিল উৎপাদন ও অন্যান্য কৃত্রিম মাদক ছড়িয়ে পড়া রোধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
আফগানিস্তানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তালেবান অবৈধ মাদকের ওপর নিষেধাজ্ঞা দিলেও দেশটিতে উৎপাদন ও মজুদ অব্যাহত রয়েছে। বিশেষ করে মেথঅ্যামফেটামিনের উৎপাদন বাড়ছে, যা আন্তর্জাতিক অপরাধ ও সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় ব্যবহার হচ্ছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
ট্রাম্প আরও বলেন, ফেন্টানিলসহ প্রাণঘাতী মাদকের আমদানি যুক্তরাষ্ট্রকে জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি করেছে। এটি এখনো ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ।