সীমানা পুনর্বহালে ইসিকে জেলা প্রশাসকের চিঠি, ভাঙ্গার পরিস্থিতি শান্ত

Sadek Ali
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:১৫ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালে নির্বাচন কমিশনকে (ইসি) একটি প্রতিবেদন পাঠিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল হাসান মোল্যা। সোমবার নির্বাচন কমিশন বরাবর এ চিঠি দেন তিনি। চিঠিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ফরিদপুর-০২ এবং ফরিদপুর-০৪ এর সংসদীয় সীমানা পুনঃনির্ধারণ করা হয়। ওই তালিকায় ফরিদপুর- ৪ এর অন্তর্গত ২টি ইউনিয়ন, আলগী ও হামিরদী জাতীয় সংসদীয় আসন ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার ফলে গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ ওই আসনবিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এছাড়া বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হবার কারণে সাধারণ জনগণকে তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রেখেছে।

ওই দুইটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে মর্মে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

এদিকে, জেলা প্রশাসকের এই চিঠির প্রতি আশ্বস্ত হয়ে আন্দোলনকারীরা আপাতত মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সড়ক অবরোধ স্থগিত ঘোষণা করে।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, আন্দোলনকারীরা চিঠির বিষয়টি নিয়ে আশ্বস্ত হয়ে যদি সড়ক অবরোধ তুলে নেয় আমি তাদের সাধুবাদ জানাই। কারণ গত বেশ কিছুদিন যাবত ঢাকার সাথে ২১ জেলার সাথে অবরোধের কারণে এই পথে চলাচলকারী যাত্রী ও মালামাল পরিবহনের গাড়ি সহ ব্যক্তিগত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে এ অঞ্চলে চলাচল করি সকলেই ভোগান্তির মধ্যে পড়ে।

অপরদিকে গতকালের সহিংস ঘটনার পর এর প্রতিবাদে মঙ্গলবার বেলা বারোটার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম মোল্লা জানান গতকাল ফ্যাসিবাদী দোসরা অনাকাঙ্ক্ষিত ভাবে যে  প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং পুলিশ প্রশাসনের কার্যালয় ভাঙচুর হামলা চালিয়েছে তাদের প্রতিরোধ করা হবে। ফ্যাসিবাদের দোসরদের আজ থেকে আর মাঠে নামতে দেওয়া হবে না। কারণ আমরাও ভাঙ্গার দুটি ইউনিয়ন একসঙ্গে থাকার বিষয়ে একমত পোষণ করছি এবং সেটা শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করব। 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই ভাঙ্গায় মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা। সোমবার বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।