নরসিংদীতে নারী উদ্যোক্তাদের মাঝে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং ও বিউটিফিকেশন কোর্সের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচ এবং বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের ৯ম ও ১০ম ব্যাচের মোট ২৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রায় ২৭ লাখ টাকার ভাতার চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এ্যানি
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা’র সভাপতিত্বে ও অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সুমন মাহমুদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: ফাতেমা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে। উপজেলা প্রশাসন এই বিষয়ে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ ও ভাতার মাধ্যমে নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।
আরও পড়ুন: কুলাউড়ায় জব্দকৃত বালু অপসারণে জরিমানা