২৮ সেপ্টেম্বর বাংলাদেশ–হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিতব্য এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে। অনলাইনে টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে অনুষ্ঠিত সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তিনি জানান, সাতটি প্রতিষ্ঠান টিকিট বিক্রির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও, মূল্য ও মানের বিবেচনায় কুইকেটকে বেছে নেওয়া হয়েছে। একসঙ্গে এক লাখ লগইন লোড নেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। এছাড়া টিকিটিং কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটলে প্রতিষ্ঠানটি বাফুফেকে ১০ লাখ টাকা জরিমানা দিতে রাজি হয়েছে।

আরও পড়ুন: ভারত ম্যাচের আগেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

এর আগে সিঙ্গাপুর ম্যাচে অনলাইন টিকিট বিক্রিতে নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ইভেন্ট পার্টনারকে পূর্ণ দায়িত্ব দিয়েছে বাফুফে।

তাজওয়ার আউয়াল আরও জানান, ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। যেমন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে সেনাবাহিনীর সহায়তা ছিল, তেমনি হংকং ও ভারতের বিপক্ষেও একই রকম নিরাপত্তা সাপোর্ট চাইছে বাফুফে।

আরও পড়ুন: আজ ভারতের মুখোমুখি লাল-সবুজ বাহিনী

এবার বাফুফে স্পন্সরের সঙ্গেও চুক্তিতে যাচ্ছে বলে জানান তিনি। ফেডারেশন, ইভেন্ট পার্টনার ও স্পন্সরের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় কাজ হবে। তবে স্পন্সরের অংশীদারিত্বের শতাংশ প্রকাশ করা হয়নি।

টিকিট সংগ্রহের নিয়মও আগের মতোই থাকবে। একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন। আর গ্যালারি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।